রাজনীতি খবরমহামতি ভি আই লেলিন এর মৃত্যু শতবর্ষ উপলক্ষে এক হলসভা by an2banglanewsFebruary 2, 20240 Share0 সিপিআই(এম) রাজ্য দপ্তরের পক্ষে আগরতলা টাউন হলে মহামতি ভি আই লেলিন এর মৃত্যু শতবর্ষ উপলক্ষে এক হলসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য মানিক সরকার ।