AN2BNANGLA NEWS
February 18th, 2025
Breaking News
Breaking Newsজাতীয় খবর

স্টেশনে পৌছার আগেই বিকল ইঞ্জিন!!

দিল্লি থেকে আগরতলা গামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস  যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে কিছুটা আাগে খয়েরপুর দাসপাড়া এলাকায় যান্ত্রিক  গোলযোগের কারণে আটকে পড়ে। সকাল সাড়ে ছটা থেকে দশটা পর্যন্ত আটকে থাকে ট্রেন। পরবর্তীতে প্রাথমিক সারাই করার পর ট্রেনটি গন্তব্যে পৌঁছে বলে জানাগেছে।

অপরদিকে, যাত্রী সাধারণ বাড়ি ঘরে পৌঁছানোর উদ্দেশ্যে ভোগান্তির শিকার হয়। খবর পেয়ে অটোচালকরা চলে আসে এবং চড়া ভাড়ায় কিছু কিছু যাত্রীদের বাড়ি পৌঁছে দেয়। প্রশ্ন উঠেছে, আগরতলা স্টেশনের এত কাছে এসে ইঞ্জিন  বিকল হওয়ার পরও কেন এত সময়  লাগলো সারাই করতে।  অপরদিকে স্টেশন থেকে দূরপাল্লার অন্যান্য ট্রেন ছাড়তেও দেরি হয়। ফলে স্টেশনে ও যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়।.

Related posts

বুধবার গোপন খবরের ভিত্তিতে দুই বাইক চোরকে বাইক সমেত আটক করে পূর্ব থানার পুলিশ।

an2banglanews

পশ্চিম ত্রিপুরা জেলার FSSAI এর নিয়ম ও গাইডলাইন সম্পর্কে সচেতন সভা।

an2banglanews

সাত বছরের শিশু কন্যা ধর্ষণ কান্ডের মামলায় অভিযুক্ত আকাশ নায়েক ভিল

an2banglanews

Leave a Comment