AN2BNANGLA NEWS
March 21st, 2025
Breaking News
Breaking Newsআঞ্চলিক খবরখেলাধুলা খবর

সমগ্র রাজনৈতিক দলের সার্বিক সহযোগিতা প্রয়োজন সার্বিক উন্নয়ন করতে

রাজ্যের সার্বিক উন্নয়ন করতে হলে সমগ্র রাজনৈতিক দলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। রাজ্যে ১২টি উচ্চাকাঙ্ক্ষী ব্লক রয়েছে । তার মধ্যে তুলাশিখর ব্লক একটি। এই উচ্চাকাঙ্ক্ষী ১২টি ব্লককে যতক্ষণ পর্যন্ত উন্নয়নের শিখরে না পৌঁছাতে পারি, ততক্ষণ পর্যন্ত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না। উন্নতির শিখরে পৌছাতে হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ,পূর্ত , মৎস, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরকে গুরুত্ব দিতে হবে। আজ দুপুরে তুলাশিখর কৃষি মহকুমার উদ্যোগে ভারত সর্দার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে দুইদিন ব্যাপী সবজি প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধকের ভাষণে এই কথা বলেন কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, এম ডি সি অনন্ত দেববর্মা, উদ্যান ও ভূমি সংক্রান্ত দপ্তরের অধিকর্তা ড. ফনিভূষণ জমাতিয়া প্রমূখ। দুই দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে সবজি প্রদর্শনী স্টলের উদ্বোধন করেন মন্ত্রী এবং শেষে ১২ জন সুবিধাভোগীকে ভর্তুকি মূল্যে চাষাবাদের জন্য পাওয়ারটিলার দেওয়া হয়।

Related posts

পিত্রা বাজারের মোট সাতটি দোকান আগুনে ভস্মীভূত হয় ২২শে জানুয়ারি

an2banglanews

ভারতের ত্রিপুরা রাজ্যে M B B বিমানবন্দরের আটক ৬ বাংলাদেশী নাগরিক

an2banglanews

জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে নব মতদাতা সম্মেলন সম্বুধন করেন ভারতের প্রধান মন্ত্রী ।

an2banglanews

Leave a Comment