AN2BNANGLA NEWS
February 11th, 2025
Breaking News
Breaking Newsঅর্থনীতি খবর

বিরোধীদের বাড়ি ঘরের পর এবার আক্রান্ত খুদ সরকারি ভবন।

ঘটনা মঙ্গলবার রাতে বিশালগড় থানাধীন তেবারিয়া এলাকায়। জানা গেছে তেবাড়িয়ার ২ নং অঙ্গওয়াড়ী সেন্টার এবং রঘুনাথপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই দুটি সরকারি ভবন একই সাথে অবস্থিত। মঙ্গলবার রাতের কোনও একসময় এই দুটি সরকারী প্রতিষ্ঠানের বাউন্ডারিতে আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা। বাউন্ডারি সহ গেইট ভেঙ্গে ফেলা হয়েছে প্রতিষ্ঠান দুটির। বুধবার সকালে অঙ্গনওয়াড়ি কর্মী লক্ষ্ণীবালা দেবনাথ সেন্টারে গিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করে এবং পরবর্তী সময়ে স্বাস্থ্য কেন্দ্রের MPW কর্মী অপূর্ব রায়ও ঘটনাটি দেখে বিশালগড় থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। অভিযোগ হাতে নিয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এই ধরনের ঘটনা আগে ওই এলাকায় আর হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য কেন্দ্র ও অঙ্গনওয়াড়ী সেন্টারের কর্মীরা।

Related posts

Shakib Khan: ‘আগেও সুন্দরী নায়িকারা অভিনয় করেছেন, কিন্তু শাকিবের সন্তানের মা হয়নি’

cradmin

একের পর এক সাইক্লোনের সঠিক পূর্বাভাস, ভারতের মৌসম ভবনের ভূয়সী প্রশংসা বিশ্ব আবহাওয়া সংস্থার

cradmin

মদ বিরোধী অভিযানে নেমে এক মদ বিক্রেতা সহ ৪৫ লিটার দেশী মদ এবং একটি হাইস্পিড ই-রিক্সা আটক করলো ধর্মনগর থানার পুলিশ

an2banglanews

Leave a Comment