AN2BNANGLA NEWS
November 6th, 2024
Breaking News
Breaking Newsঅর্থনীতি খবর

বিরোধীদের বাড়ি ঘরের পর এবার আক্রান্ত খুদ সরকারি ভবন।

ঘটনা মঙ্গলবার রাতে বিশালগড় থানাধীন তেবারিয়া এলাকায়। জানা গেছে তেবাড়িয়ার ২ নং অঙ্গওয়াড়ী সেন্টার এবং রঘুনাথপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই দুটি সরকারি ভবন একই সাথে অবস্থিত। মঙ্গলবার রাতের কোনও একসময় এই দুটি সরকারী প্রতিষ্ঠানের বাউন্ডারিতে আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা। বাউন্ডারি সহ গেইট ভেঙ্গে ফেলা হয়েছে প্রতিষ্ঠান দুটির। বুধবার সকালে অঙ্গনওয়াড়ি কর্মী লক্ষ্ণীবালা দেবনাথ সেন্টারে গিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করে এবং পরবর্তী সময়ে স্বাস্থ্য কেন্দ্রের MPW কর্মী অপূর্ব রায়ও ঘটনাটি দেখে বিশালগড় থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। অভিযোগ হাতে নিয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এই ধরনের ঘটনা আগে ওই এলাকায় আর হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য কেন্দ্র ও অঙ্গনওয়াড়ী সেন্টারের কর্মীরা।

Related posts

ত্রিপুরা মৎস্য উৎসব ২০২৪ ইং শুরু হয় ২সরা ফেব্রয়ারী থেকে আগরতালা পূর্বাসা কমপ্লেক্স এর মাঠে।

an2banglanews

চৈত্রমোহন মুকমু ইংলিশ মিডিয়াম জে বি স্কুলের শিক্ষক-শিক্ষিকা উদাসীন।

an2banglanews

রামচন্দ্রের শুভ আগমনকে কেন্দ্র করে সোমবার  আগরতলা দুর্গাবাড়ীতে মহাযজ্ঞ করেন  মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

an2banglanews

Leave a Comment