৩১শে জানুয়ারি কাক ভোরে বাইক দূর্ঘটনায় নিহত যুবকের মৃতদেহ উদ্ধার পানিসাগর মহকুমার অন্তর্গত রামনগর জনতা কলেজ সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে,রামনগর দেওছড়া গ্রামের দুই নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সুধাময় দাস এর ২৪ বর্ষিয় পুএ সৌরভ দাস রাএি আনুমানিক নয়টা নাগাদ নিজ বাড়িতে মাটি কাটা শেষে ড্রজার চালক বিজন দাস কে নিয়ে ওর রামনগর স্থিত বাড়িতে ছেড়ে দিয়ে পাশ্ববর্তী বাড়ির অনূকুল দাস এর বাড়িতে বিষহরি পূজাতে যায়। রাএি আনুমানিক এগারোটা নাগাদ পূজা বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরার পথে ঐ এলাকায় দূর্ঘটনার কবলে পড়ে ঘটনা স্থলে মৃত্যু হয় তার। ধারনা করা হচ্ছে রাএিতে ঘন কুয়াশার কারনে মাএাতিরিক্ত গতিতে ছুটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হেলমেট বিহীন দূর্ঘটনাটি ঘটে। আজ সকালে এলাকা বাসিরা বিষয়টি প্রত্যক্ষ করে খবর পাটায় পানিসাগর থানা সহ ফায়ার সার্ভিস কে।ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে।জানা গেছে মৃত সৌরভের পিতা আই,সি,ডি,এস দপ্তরে অবসর নিয়ে মারা যায় বিগত বৎসর খানেন পুর্বে। মায়ের পেনশনে এক ভাই এক বোনের সংসার চলছিলো সুন্দর মতোই।ভাড়া বাড়িতে থেকে পাশ্ববর্তী জায়গা কিনে বাড়ি বনানোর জন্য মাটি কাটা চলাকালীন সময়ে একামাএ পুএের মৃত্যুতে গোটা পানিসাগর মহকুমা জোরে শোকের ছায়া নেমে আসে।.
previous post