AN2BNANGLA NEWS
February 18th, 2025
Breaking News
Breaking Newsশিক্ষা খবর

সাংবাদিকদের দুর ব্যবহার করে

অভয় নগর নজরুল স্মৃতি বিদ্যালয় এ বিভিন্ন সমস্যায় জরজড়িত পানীয় জলের অবস্থা স্বচ্ছ নামে অস্বচ্ছতা ভরা স্কুল আনুয়াল স্পোর্সের খাওয়ানো খাবারের  পচা গলা জিনিস দুর্গন্ধে ভরা,স্কুলের পরিবেশ অপরিষ্কার নজন নেই কর্তৃপক্ষের। অভিযোগ মূলে সাংবাদিকরা ওইখানে গেলে বাজে ব্যবহার করেন এসিস্ট্যান্ট হেট মিস্ট্রেস রূপসী চাকমা ও স্কুল টিচার  শম্পা দাস সাংবাদিকদের দুর ব্যবহার করে ওইখান থেকে তাড়িয়ে দেয়.

Related posts

বটতলা বাজারে খতিগ্রস্তদের রিহাবিটেশন প্যাকেজ ঘোষণা করতে হবে: দাবী করেন অনিমেষ দেববর্মন।

an2banglanews

রামচন্দ্রের শুভ আগমনকে কেন্দ্র করে সোমবার  আগরতলা দুর্গাবাড়ীতে মহাযজ্ঞ করেন  মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

an2banglanews

ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক – অ্যান। বি। সি। সি। ব্যাংক  এবং রামকৃষ্ণ ফেক্স আনন্দনগর মাধ্যমে ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর অনুষ্ঠিত হয়

an2banglanews

Leave a Comment