অভয় নগর নজরুল স্মৃতি বিদ্যালয় এ বিভিন্ন সমস্যায় জরজড়িত পানীয় জলের অবস্থা স্বচ্ছ নামে অস্বচ্ছতা ভরা স্কুল আনুয়াল স্পোর্সের খাওয়ানো খাবারের পচা গলা জিনিস দুর্গন্ধে ভরা,স্কুলের পরিবেশ অপরিষ্কার নজন নেই কর্তৃপক্ষের। অভিযোগ মূলে সাংবাদিকরা ওইখানে গেলে বাজে ব্যবহার করেন এসিস্ট্যান্ট হেট মিস্ট্রেস রূপসী চাকমা ও স্কুল টিচার শম্পা দাস সাংবাদিকদের দুর ব্যবহার করে ওইখান থেকে তাড়িয়ে দেয়.