AN2BNANGLA NEWS
November 6th, 2024
Breaking News
Breaking Newsজাতীয় খবর

আজব কান্ড!! অস্ট্রেলিয়া থেকে অটোতে ত্রিপুরায়!!

সখের বসে মানুষ কত কিছুই করে। সুদূর অস্ট্রলিয়া থেকে অটো রিকশা নিয়ে ত্রিপুরা রাজ্যের গন্ডাছড়া পৌঁছলেন এক অস্ট্রেলিয়ান পর্যটক। গত তিনদিন গন্ডাছড়া মহকুমার নারকেল কুঞ্জ সহ বিভিন্ন স্থান ঘুরে মঙ্গলবার সকালে গন্ডাছড়া ত্যাগ করলেন ওই পর্যটক। ওই অস্ট্রেলিয়ান পর্যটকের সঙ্গে আলোচনা করে জানাগেছে, গত তিনমাস পূর্বে তিনি ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে দেখার জন্য বের হয়েছেন। ভারতের  বিভিন্ন রাজ্য ঘুরে দেখার পর উত্তর পূর্বাঞ্চল রাজ্য গুলিতে এসেছেন।  রাজ্যের বিভিন্ন স্থান এবং পর্যটন কেন্দ্রগুলি পরিদর্শনের পর শনিবার ধলাই জেলার গন্ডাছড়ায় পৌঁছান তিনি। পরিদর্শন শেষে মঙ্গলবার গন্ডাছড়া ত্যাগ করার প্রাক মুহূর্তে বাজারে  ব্যবসায়ীদের সঙ্গে কিছুক্ষন আলোচনা করেন। তাঁর নাম অ্যালেক্স। কিন্তু নিজেকে মিস্টার অ্যালেক্স রিক্সাওয়ালা বলে পরিচয় দেন।  নিজেই অটো চালিয়ে ঘুরছেন। এই পর্যটকে দেখে গন্ডাছড়াবাসী অবাক।

Related posts

ভারতের উচ্চ আদালতঃ ধর্মান্তরিত হলে সমাজ থেকে বহিষ্কার করা এবং বিভিন্ন ধরনের হুলিয়া জারি করা অবৈদ…………

an2banglanews

পশ্চিম ত্রিপুরা জেলার FSSAI এর নিয়ম ও গাইডলাইন সম্পর্কে সচেতন সভা।

an2banglanews

বিশালগড় হাসপাতালে মৃতদেহের টানাহেঁচড়া, সারারাত্র বারান্দায় মৃতদেহ

an2banglanews

Leave a Comment