AN2BNANGLA NEWS
February 11th, 2025
Breaking News
Breaking Newsজাতীয় খবর

আজব কান্ড!! অস্ট্রেলিয়া থেকে অটোতে ত্রিপুরায়!!

সখের বসে মানুষ কত কিছুই করে। সুদূর অস্ট্রলিয়া থেকে অটো রিকশা নিয়ে ত্রিপুরা রাজ্যের গন্ডাছড়া পৌঁছলেন এক অস্ট্রেলিয়ান পর্যটক। গত তিনদিন গন্ডাছড়া মহকুমার নারকেল কুঞ্জ সহ বিভিন্ন স্থান ঘুরে মঙ্গলবার সকালে গন্ডাছড়া ত্যাগ করলেন ওই পর্যটক। ওই অস্ট্রেলিয়ান পর্যটকের সঙ্গে আলোচনা করে জানাগেছে, গত তিনমাস পূর্বে তিনি ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে দেখার জন্য বের হয়েছেন। ভারতের  বিভিন্ন রাজ্য ঘুরে দেখার পর উত্তর পূর্বাঞ্চল রাজ্য গুলিতে এসেছেন।  রাজ্যের বিভিন্ন স্থান এবং পর্যটন কেন্দ্রগুলি পরিদর্শনের পর শনিবার ধলাই জেলার গন্ডাছড়ায় পৌঁছান তিনি। পরিদর্শন শেষে মঙ্গলবার গন্ডাছড়া ত্যাগ করার প্রাক মুহূর্তে বাজারে  ব্যবসায়ীদের সঙ্গে কিছুক্ষন আলোচনা করেন। তাঁর নাম অ্যালেক্স। কিন্তু নিজেকে মিস্টার অ্যালেক্স রিক্সাওয়ালা বলে পরিচয় দেন।  নিজেই অটো চালিয়ে ঘুরছেন। এই পর্যটকে দেখে গন্ডাছড়াবাসী অবাক।

Related posts

শহীদ ক্ষুদিরাম বসু স্কুলের প্রদ্বীপ প্রজ্জালন অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য

an2banglanews

Manipur Violence: বিভীষিকার মণিপুর! এবার ঘরে ঢুকে ২ বোনকে গণধর্ষণ করে খুন…

cradmin

মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার সংখ্যা লঘু মোর্চার সভাপতি ফজলুর রহমান

an2banglanews

Leave a Comment