মদের কাউন্টারকে কেন্দ্র করে বোমাবাজি,উদ্ধার তাজা বোমা,উত্তপ্ত বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালিবাজার এলাকায়। কয়েক মিনিটের মধ্যে পরপর দুটি বোমা নিক্ষেপ করা হয়।সহদেব সরকারের বাড়িতে এবং কল্পনা বিশ্বাস এর বাড়িতে। ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ ,উদ্ধার করে নিয়ে যায় তাজা বোমা। যদিও এই বোমা বাজিতে কেউ আহত হয় নি। বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সঞ্জয়ন দেববর্মা। বলা বাহুল্য ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যের সংযুক্তির পর সম্ভবত এই প্রথম বোমাবাজির ঘটনা ঘটল বামুটিয়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে বিরাজ করছে চরম উত্তেজনা গোটা এলাকায়।