তিনি কর্নাটক রনজি ট্রফি দলের অধিনায়ক মায়াঙ্ক। আগরতলায় ত্রিপুরার বিরুদ্ধে রনজি ট্রফির ৪দিনের ম্যাচ খেলতে এসেছিলেন ২৬ জানুয়ারি। আজ তিনি ত্রিপুরাকে ২৯ রানে হারিয়ে কর্নাটকের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিকেলে ইন্ডিগুর বিমানে । বিমানে ওঠার পর জল খান মায়াঙ্ক। ওই জল খাওয়ার পরই মুখে ও গলায় জ্বালা অনুভব করেন এই ক্রিকেটার। দ্রত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।।
জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মায়াঙ্ক আগরওয়াল ভালোই আছে আই এল এস থেকে ছাড়া পেরে দিল্লি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে জানালেন কর্ণাটক রঞ্জিত ট্রফি দলের ম্যানেজার………………