AN2BNANGLA NEWS
March 21st, 2025
Breaking News
Breaking Newsআন্তর্জাতিক খবরসংস্কৃতি খবর

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ঢাকায়।

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে শুক্রবার ( ফেব্রুয়ারি) বাংলাদেশে ঢাকায়।

নাশকতা এড়াতে বিশ্ব ইজতেমার মাঠ এর আশপাশে পাঁচ স্তরের নিরাপত্তায় থাকবে ্যাব। মুসল্লিদের যাতে কোনো সমস্যা ময়দানকেন্দ্রিক বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য সতর্ক অবস্থায় থাকবে গোয়েন্দা সংস্থা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন করে সাংবাদিকদের এতথ্য জানান ্যাব এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ।

তিনি বলেন, দুই পর্বের আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা নিরাপদে ইজতেমার ময়দান থেকে বাড়িতে যেতে পারবেন। ইজতেমায় আগতদের নিরাপত্তা নিয়ে ্যাব প্রস্তুত রয়েছে।

্যাব অধিনায়ক আরও বলেন, ্যাব শুধু নিরাপত্তাই নয়, ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসাসেবাও দেবে। পুরো ইজতেমা ময়দানে প্রবেশের ১৮টি গেটে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিদেশি মেহমানদের কামড়ার গেটেও রয়েছে সিসি ক্যামেরা। রাতদিন সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য রয়েছে একটি মূল নিয়ন্ত্রণ কক্ষ দুটি উপনিয়ন্ত্রণ কক্ষ।

৯টি অবজারভেশন পোস্ট, ৯টি ওয়াচ টাওয়ার সার্বক্ষণিক মনিটরিং করছে। পুরো ময়দান পর্যবেক্ষণের জন্য আকাশপথেও টহলে থাকছে ্যাবের হেলিকপ্টার বলে জানান তিনি।

এর বাইরেও ময়দানে থাকছে ্যাবের বোমা স্কোয়াড, ডগ স্কোয়াড স্ট্রাইকিং ফোর্স। তুরাগ নদীতে টহলের জন্য থাকছে ্যাবের স্পিডবোট। এছাড়া ময়দানের প্রতিটি খিত্তায় খিত্তায় সাদা পোশাকে ্যাব সদস্যরা মোতায়েন থাকবেন।

Related posts

রেল লাইনের পাশে ক্ষতবিক্ষত মৃতদেহ, খুনের সন্দেহ!

an2banglanews

বায়ু চালিত compressed এয়ার ইঞ্জিন এর আবিষ্কার করেছেন ত্রিপুরা রাজ্যের কমলপুরের ছেলে রাজকুমার মালাকার

an2banglanews

ত্রিপুরার রেশম দোকানের মাধ্যমে তেল বিক্রি প্রক্রিয়ার সূচনা করেন খাদ্যমন্ত্রী।।।

an2banglanews

Leave a Comment