AN2BNANGLA NEWS
March 19th, 2025
Breaking News
Breaking Newsজাতীয় খবরজীবনধারা খবররাজনীতি খবর

আমতলীর এস ডি পি ও প্রসূন কান্তি ত্রিপুরার ঘটনা নিয়ে সাংবাদিকদের জানালেন জেলা পুলিশ আধিকারিক ডাঃ কিরন

ত্রিপুরা রাজ্যের রজধানী আগরতলার  জগতপুর এলাকার এলাকাবাসী  সাম্প্রতিক কালের ঘটে যাওয়ার মহকুম পুলিশ আধীকারী প্রসূন কান্তি ত্রিপুরা কন্যা এবং পুত্রের উপর আক্রমণের কারনে পাল্টা আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে   প্রসূন কান্তি ত্রিপুরা বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টারে প্রতিবাদ জানাতে আসে এবং ওনাকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য এলাকাবাসী মিলে দাবি জানায়। এ নিয্নের.২৯শে জানুয়ারী ২০২৪ ইং পুলিশ হেডকোয়ার্টারে সামনে  আন্দোলনে করে জগতপুর এলাকার বাসিরা; যদি কোন সৎ  উত্তর না পায়  জেলা পুলিশ আধিকারিকের নিকট তাহলে মুখ্যমন্ত্রীর কাছে দারস্ত হবেন বলে জানিয়েছেন ডাক্তার কৌশিক দেবনাথ এর বাবা স্বপন দেবনাথ……………।  অপর দিকে আমতলীর এস ডি পি ও প্রসূন কান্তি ত্রিপুরার ঘটনা নিয়ে সাংবাদিকদের জানালেন জেলা পুলিশ আধিকারিক ডাঃ। কিরন তিনি বলেন ঘটনার তদন্ত চলছে। যে অপরাধী হবে আইন অনুজারী ব্যবস্থা হবে।

Related posts

DDMC কলেজে উপজাতি ছাত্রদের উপর আক্রমনের পথ অবরোধ।

an2banglanews

প্রজাতন্ত্র দিবসের প্রাককা‌লে বরাক উপত‌্যকার কাছাড় জেলার কাটিগড়ায় পিস্তল সহ দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার!

an2banglanews

Manipur: আতঙ্ক! মণিপুরে এবার বাঁশের বেড়ার মাথায় টাঙানো কাটা মুন্ডু…

cradmin

Leave a Comment