ত্রিপুরা রাজ্যের রজধানী আগরতলার জগতপুর এলাকার এলাকাবাসী সাম্প্রতিক কালের ঘটে যাওয়ার মহকুম পুলিশ আধীকারী প্রসূন কান্তি ত্রিপুরা কন্যা এবং পুত্রের উপর আক্রমণের কারনে পাল্টা আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে প্রসূন কান্তি ত্রিপুরা বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টারে প্রতিবাদ জানাতে আসে এবং ওনাকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য এলাকাবাসী মিলে দাবি জানায়। এ নিয্নের.২৯শে জানুয়ারী ২০২৪ ইং পুলিশ হেডকোয়ার্টারে সামনে আন্দোলনে করে জগতপুর এলাকার বাসিরা; যদি কোন সৎ উত্তর না পায় জেলা পুলিশ আধিকারিকের নিকট তাহলে মুখ্যমন্ত্রীর কাছে দারস্ত হবেন বলে জানিয়েছেন ডাক্তার কৌশিক দেবনাথ এর বাবা স্বপন দেবনাথ……………। অপর দিকে আমতলীর এস ডি পি ও প্রসূন কান্তি ত্রিপুরার ঘটনা নিয়ে সাংবাদিকদের জানালেন জেলা পুলিশ আধিকারিক ডাঃ। কিরন তিনি বলেন ঘটনার তদন্ত চলছে। যে অপরাধী হবে আইন অনুজারী ব্যবস্থা হবে।