Breaking Newsরাজনীতি খবররক্ত দাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রাজীব ভট্টাচার্য by an2banglanewsJanuary 30, 20240 Share0 আগরতলার কামিনী কুমার স্কুলে এন এস এস-এর পক্ষ থেকে রক্তদান শিবির করা হয়। এই শিবিরে রক্ত দাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।