AN2BNANGLA NEWS
January 20th, 2025
Breaking News
অন্যান্যআঞ্চলিক খবরসংস্কৃতি খবর

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৬৪ তম আবির্ভাব উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৬৪ তম আবির্ভাব উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আগরতলার শিশু উদ্যানে  আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং যারা নাম নিতে ইচ্ছুক তারাও নাম নিতে পারবে। তা নিয়ে সাংবাদিক সম্মেলন করে আয়োজক কমিটি।

Related posts

ত্রিপুরার রেশম দোকানের মাধ্যমে তেল বিক্রি প্রক্রিয়ার সূচনা করেন খাদ্যমন্ত্রী।।।

an2banglanews

নমঃ ভারত ট্রেন এর শুভ সূচনা

an2banglanews

ত্রিপুরা হাই কোর্ট এর বিচারপতি এবং অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করানো হয়।

an2banglanews

Leave a Comment