অন্যান্যআঞ্চলিক খবরসংস্কৃতি খবরশ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৬৪ তম আবির্ভাব উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। by an2banglanewsJanuary 30, 2024January 30, 20240 Share0 শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৬৪ তম আবির্ভাব উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগরতলার শিশু উদ্যানে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং যারা নাম নিতে ইচ্ছুক তারাও নাম নিতে পারবে। তা নিয়ে সাংবাদিক সম্মেলন করে আয়োজক কমিটি।