৩০ শে জানুয়ারি মোহন দাস করম চান্দ গান্ধীর ( মহাত্মা গান্ধী ) ৭৬ তম শহীদান দিবস; তারই অঙ্গ হিসেবে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু প্রথমে সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশ ও পরে গান্ধী ঘাট স্থিত গান্ধী বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে সঙ্গে ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী সান্তনা চাকমা।
জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালো, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে।
জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে দেশ- ধর্ম নিরপেক্ষতা- সংবিধান রক্ষা করার শপথ নিল কমিউনিস্ট দলের অঙ্গ সংগঠন Sadar DYFI ,TYF কমিটির পক্ষ থেকে আগরতলার সাকেট হাউস গান্ধী মূর্তির পাদদেশের সামনে।।