সিপাহিজলার জেলার বক্স নগরের আল আমিন মিশন একাডেমী বাৎসরিক ক্রিয়া অনুস্টান। এই অনুস্টানে উপস্তিত ছিলেন এ অ্যান টু বাংলা নিউজ এবং এ অ্যান টু নিউজ ডট কম এর কর্নধার মোঃ শাহপরান উদ্দিন এবং বিশিষ্ট সমাজ সেবক সুভাস চন্দ্র সাহা। একাডেমীর পতাকা এবং প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুস্টানে সূচনা হয়। অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়।