AN2BNANGLA NEWS
December 8th, 2024
Breaking News
Breaking Newsজাতীয় খবরবৈশিষ্ট্য খবর

সাত বছরের শিশু কন্যা ধর্ষণ কান্ডের মামলায় অভিযুক্ত আকাশ নায়েক ভিল

সাত বছরের শিশু কন্যা ধর্ষণ কান্ডের মামলায় অভিযুক্ত আকাশ নায়েক ভিল নামে ২১ বছরের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে বিলোনিয়া থানাধীন লক্ষীপুর বড়পাথরি এলাকার পাশ্ববর্তী এক বাড়ি থেকে গ্ৰেপ্তার করে পুলিশ । ধর্ষণ কান্ডে গ্ৰেপ্তার অভিযুক্ত যুবক আকাশকে আজ দুপুর দুইটা নাগাদ আদালতে সোপর্দ করে পুলিশ । গত ২৪ শে জানুয়ারি সাত বছরের শিশু কন্যার পরিবারের পক্ষ থেকে মামলা হয় বিলোনিয়া মহিলা থানাতে । মামলা দায়ের করার পর থেকে অভিযুক্ত যুবক আকাশ পুলিশের চোখে পালিয়ে যেতে সক্ষম হয়। অবশেষে গতকাল রাতে পুলিশ জালে আকাশ। এই ধর্ষন কান্ডের ঘটনাটি ঘটে ২৪ শে জানুয়ারি বিকেলে।
জানা যায় সাত বছর বয়সি শিশু কন্যা প্রতিদিনই আকাশের বাড়িতে যেত খেলার জন্য । ঘটনার দিনও শিশু কন্যা সহ তার ভাই বিকেলের দিকে আকাশের বাড়িতে যায় খেলার জন্য। সেই সময় আকাশ ছাড়া কেউ ছিল না।নির্জনতার সুযোগ নিয়ে অভিযুক্ত আকাশ নায়েক নাকি নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ । পরবর্তী সময় বাড়িতে গিয়ে শিশু কন্যা সহ তার ভাই, মায়ের কাছে ঘটনাটি বলার পর ক্ষোভে ফেটে পরে । এরপর খবর দেওয়া হয় বিলোনিয়া মহিলা থানাতে। খবর পেয়ে পুলিশ ছুটে যায় শিশু কন্যার বাড়িতে। এরপর নাবালিকার পক্ষ থেকে বিলোনিয়া মহিলা থানায় আকাশ নায়েক বিলের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করে।

Related posts

আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, অনৈতিক সম্পদ কর সহ বেশ কিছু দাবি নিয়ে শহরে বিক্ষোভ মিছিল

an2banglanews

ভারত সরকার যান বহন দুর্ঘটনায় কারনে মৃত্যু হলে গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন প্রণয়ন করে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চাক্কা জ্যাম করে।

an2banglanews

Honour Killing: গ্রামেই যুবকের সঙ্গে বাড়ি ছেড়েছিল বোন, ভয়ংকর কাণ্ড করে বসল দাদা

cradmin

Leave a Comment