AN2BNANGLA NEWS
March 21st, 2025
Breaking News
Breaking Newsজাতীয় খবররাজনীতি খবর

“WANSEA GET OUT, RED ZONE” একথা রাস্তায় লিখে একপ্রকার বার্তা দিয়ে বাঙ্গালীদের বাড়িঘর চিহ্নিত করে

“WANSEA GET OUT, RED ZONE” একথা রাস্তায় লিখে একপ্রকার বার্তা দিয়ে বাঙ্গালীদের বাড়িঘর চিহ্নিত করে রাতের অন্ধকারে হামলা চালিয়ে প্রায় ১৪ টি সরকারি ঘর ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতিদের একটা চক্র! ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কলই পাড়া এলাকায়।

ঘটনার জেড়ে সড়ক অবরোধের শামিল এলাকার বাঙালিরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।তেলিয়ামুড়া আর ডি ব্লক এলাকার উত্তর ব্রহ্মছাড়ার কলই পাড়াতে মানুষেরা নিরাপত্তা ক্যাম্প এর দাবিতে ব্রহ্ম ছাড়া -কাঁকড়াছড়া সড়ক অবরোধ করে সকাল 9 টা থেকে. কলুই পাড়া এলাকাতে ১৪ টি বাঙ্গালীদের নির্মীয়মান ঘর রাতের অন্ধকারে ভেঙ্গে তছনছ করে দিয়েছে দুষ্কৃতিকারীরা. দুষ্কৃতিকারীরা রাস্তায় লিখে দিয়েছে গো ব্যাক  বাংসা বুসা। রেড জোন। স্থানীয়দের অভিযোগ প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের মন্তব্যের জেরেই দুষ্কৃতিকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

মন্ত্রী বিকাশ দেববর্মা কৃষ্ণপুর মন্ডল সভাপতি তপন নম  মোবাইলে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন আজকের মধ্যেই নিরাপত্তা চৌকি বসানোর। এগারোটা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়।।

Related posts

আজব কান্ড!! অস্ট্রেলিয়া থেকে অটোতে ত্রিপুরায়!!

an2banglanews

শুরুতেই সমস্যা ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ডে পাঁচ হাজার টাকা পার্কিং ফি ।

an2banglanews

সাংবাদিক সম্মেলন করলো শচীন দেব বর্মন মেমোরিয়াল গভর্মেন্ট মিউজিক কলেজ এলমনি কমিটি।

an2banglanews

Leave a Comment