নাবালিকা ধর্ষণ করার দায়ে অভিযুক্ত TSR জোওয়ানকে ২০ বছরের কারাদণ্ড দিলো বৃহস্পতিবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ শ্রী দেবাশীষ কর। রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে তখন বুঝতে হবে সমাজ ধ্বংসের পথে। আর সে ধ্বংসের হাত থেকে সমাজকে রক্ষা করা কোনৎভাবেই সম্ভব নয় এমনটি মনে করেন রাজনীতিবিদ থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পূর্ণ মহল। সংবাদে প্রকাশ গত 19/09/2020 সালে বিশালগড় মহিলা থানায় নাবালিকা ধর্ষণ করার অভিযোগে TSR জোওয়ান নায়েক বাবুল দাসের নামে একটি মামলা করে ধর্ষিতার পরিবার। বিশালগড় থানা মামলা হাতে নিয়ে অভিযুক্ত টিএসআর জোওয়ান বাবুল দাসকে 19/09/2020 তারিখে গ্রেফতার করে বিশালগড় মহিলা থানা পুলিশ।অভিযুক্ত TSR জোওয়ান বাবুল দাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 376 AB Of IPC SECTION 4 Of Pocso Act,506 IPC ধারায় মামলা গ্রহণ করে আদালতে সোপর্দ করে 20/09/2020 তারিখে। জানাযায় বাবুল দাস 17/09/2020 তারিখে একাকিত্বের সুযোগ নিয়ে ১০ বছরের নাবালিকাকে তার বাড়িতে ডেকে এনে জোরপূর্বক ধর্ষন করেন। দীর্ঘ বছর জেল হেফাজতে রেখে উক্ত মামলায় ১৩ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ শ্রী দেবাশিস কর বিশালগড় মহকুমা আদালতে অভিযুক্ত TSR জোয়ানকে ২০ বছরের কারাদণ্ড ও ২ লক্ষ টাকা জরিমান নির্দেশ দেন। ২ লক্ষ টাকা দিতে না পারলে অনাদায়ে আরো ২ বছরে কারাদণ্ড পাশাপাশি ভারতীয় দণ্ডবিধি 506 ধারায় 3 বছরের কারাদণ্ড ও 5000 টাকা জরিমানা নির্দেশ অনাদায় আরো 6 মাসের কারাদণ্ড নির্দেশ দিলেন। জানাযায় পকসো এক্টে বৃহস্পতিবার বিশালগড় মহকুমা আদালতে ঐতিহাসিক রায় দিলেন জেলা ও দায়রা জর্জ দেবাশিস কর। উক্ত মামলার ইনভেস্টিগেশন অফিসার হলেন বিশালগড় মহিলা থানার এসআই ঝুমা দাস। উক্ত মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিডিউটার রিপন সরকার। বিশালগড় মহকুমা আদালতে বৃহস্পতিবার উক্ত রায় ঘোষনায় ঘোষণার ফলে অভিভাবক মহলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস।.