AN2BNANGLA NEWS
March 22nd, 2025
Breaking News
Breaking Newsরাজনীতি খবর

জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে নব মতদাতা সম্মেলন সম্বুধন করেন ভারতের প্রধান মন্ত্রী ।

জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে নব মতদাতা সম্মেলন  আয়োজন করে ভারতীয় জনতা নয় বনমালীপুর মন্ডল যুব মোর্চা; ত্রিপুরা প্রদেশের্য;নির্দেশ অনুজায়ী অনুষ্ঠিত হয় আগরতলার কলেজ টিলা মডার্ন ক্লাবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির  ত্রিপুরা  প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য  সহ অন্যান্যরা। ভারতের প্রধান মন্ত্রী বৈদ্য তিক মাধ্যম যোগে নব মতদাতাদের সম্বুধন করেন।

নব মতদাতা সম্মেলন ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় আগরতলার সখীচর্রেনবিদ্যালয়ে উপস্থিত মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা।

মোহনপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত নতুন মতদাতা সম্মেলনে উপস্থিত স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। গোলাপ ফুল ও কলম দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় নতুন ভোটারদের।২০১৯ থেকে বর্তমান পর্যন্ত প্রায় ৪ হাজার নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছে মোহনপুর বিধানসভায়।বিস্তৃত  প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই নতুন মতদাতা সম্মেলন নিয়ে উনার বক্তব্যে মন্ত্রী রতন লাল নাথ।

বৃহস্পতিবার ২৫ শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস তা নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উপস্থিত সেক্রেটারি জেকে সিনহা সহ অন্যান্যরা।

 

Related posts

অস্ত্রসহ ৫ চরমপন্থীর আত্মসমর্পণ

an2banglanews

“৫১-তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী”

an2banglanews

M G N REGA প্রকল্পে আধার ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি প্রত্যাহার করো এই কর্মসূচি বাস্তবায়নে, ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন

an2banglanews

Leave a Comment