ও এন জি সি ব্যাঙ্ক চৌমুহনী চিরসাথী সংঘের পাঁচদিন ব্যাপী শিশু উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।।। পাশাপাশি এদিন ক্লাবের নবম স্মরণিকা প্রকার করে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে।। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মিনা রানি সরকার, মেয়র দীপক মজুমদার সহ ক্লাব কর্মকর্তারা।।
previous post