বাম সমর্থক হওয়ায় চাকরি থেকে বহিস্কার ও হুমকি, সোনামুড়া থানার দারস্থ ! ১৬ বছর ধরে বাতাদোলা স্কুলের মিড ডে মিল রান্না করতো স্বপ্না এবং মাম্পি । ছেলে সন্তান নিয়ে বিপাকে পরিবার। দুই মাস ধরে বাতাদোলা স্কুলে বন্ধ মিড ডে মিল,
জানা যায় বক্সনগর বিধানসভার বাতাদোলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দীর্ঘ ১৬ বছর ধরে রান্না করে যাচ্ছে, স্বপ্না নমঃ এবং মাম্পি নমঃ, গত ১০ মাস আগে দ্বীতিয় বার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর তাদের কে চাকরিতে আসতে বাধা প্রদান করে স্থানীয় নেতারা , তাদের জায়গা অন্য মহিলাদের নিয়োগ করা হয়, এই দুই মহিলা সাক্ষার না করায় নতুন নিয়োগ হওয়া মহিলারা বেতন পাচ্ছে না, বেতন না পাওয়ায় নেতারা তাদের কে সাক্ষার দেওয়ার জন্য হুমকি প্রদান করে বলে অভিযোগ, আজ সোনামুড়া থানায় হুমকি প্রদান কারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় স্বপ্ন এবং মাম্পি। চারকি থেকে বহিস্কার করায় এখন ছেলে সন্তান নিয়ে বেকায়দায় এই দুই পরিবার। মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইছে চায় মহিলারা।