বুধবার গোপন খবরের ভিত্তিতে দুই বাইক চোরকে বাইক সমেত আটক করে পূর্ব থানার পুলিশ।
ও সি রানা চ্যাটার্জি, বিস্তারিতভাবে জানিয়েছে এক সপ্তাহ আগে মোটর সাইকেল দুইটি চুরি হয়েছে বলে থানাতে খবর আসে। মঙ্গলবার রাতে লেইক চৌমুনী এবং মর্ডান ক্লাব এলাকা থেকে তাদের আটক করে এবং মোটর সাইকেল পাওয়া যায়।