বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সাত দিনব্যাপী NSS camp এর সমাপ্তি দিনের উপস্থিত হলেন আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা পুরো নিগমের ৩৯ নং ওয়ার্ডের কর্পুরেটর অলক রায় সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা।
এই রক্তটাই শিবিরে মোট তিরিশ জন জন্য রক্ত দাতা স্বেচ্ছা রক্ত দিয়েছে।।