AN2BNANGLA NEWS
February 11th, 2025
Breaking News
Breaking Newsবিনোদন খবর

ব্লাড মাউথ ক্লাব শারদ উৎসবে এবছরের থিম হিসেবে নেওয়া হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস।

কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্ম জয়ন্তীতে আগরতলার ব্লাড মাউথ ক্লাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছে যে ব্লাড মাউথ ক্লাব ও কের চৌমুহনী পূজা কমিটির এবছরের শারদ উৎসবের থিম হতে চলেছে “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো”। গত বছর থেকে ব্লাড মাউথ ক্লাব সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর শারদ উৎসবে আমাদের দেশের ও আমাদের সমাজের যেকোনো একজন বিশিষ্ট সমাজ সংস্কারক কিংবা দেশনায়ক সর্বোপরি দেশ ও সমাজের মধ্যে বিশেষ অবদান যারা রেখে গেছেন তাদের কর্মধারাকে পাথেয় করে পূজা মণ্ডপের থিম করা হবে। সেই অনুযায়ী গত বছরের থিম ছিল রাজা রামমোহন রায়। এবছরের থিম হিসেবে নেওয়া হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। ব্লাড মাউথ ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় এধরনের পরিকল্পনা সিদ্ধান্ত আকারে গৃহীত হয়েছে। এই ধরনের থিমের শারদোৎসবের মাধ্যমে নতুন প্রজন্ম, ছাত্র-ছাত্রী তথা সমাজের কাছে আমাদের দেশ গড়ার কারিগরদের  কাজকর্ম ও তাদের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে সম্যক ধারণা তুলে ধরা যাবে। নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে কোন সার্বিকভাবে অজানা তথ্য যদি প্রামাণ্য দলিল সহযোগে কারোর জানা থাকে তাহলে 8259999245 হোয়াটস্যাপ নম্বরে নিজের নাম পরিচয় সহ এই তথ্য সরবরাহ করার জন্য সাধারণ জনগণ, গবেষক ও বিশেষজ্ঞদের কাছে আবেদন রাখছে ব্লাড মাউথ ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতি দিয়ে জানিয়েছেন বিমল রায় চৌধুরী সভাপতি, ব্লাড মাউথ ক্লাব এবং সেবক ভট্টাচাৰ্য সম্পাদক, ব্লাড মাউথ ক্লাব

Related posts

যথা যত মর্যাদায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে স্বামী বিবেকানন্দ ১৬১ তম জন্মবার্ষিকী পালন করা হয়।

an2banglanews

DDMC কলেজে উপজাতি ছাত্রদের উপর আক্রমনের পথ অবরোধ।

an2banglanews

সোনামুড়ার জনজাতি অধ্যুষিত উত্তর তৈবান্দালে বিলেতি মদের কাউন্টার বন্দ করার জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন জন গন।

an2banglanews

Leave a Comment