AN2BNANGLA NEWS
February 11th, 2025
Breaking News
Breaking Newsজাতীয় খবরবৈশিষ্ট্য খবরস্বাস্থ্য খবর

অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করেও গাজা পাচারে ব্যর্থ পাচারকারীরা।

রবিবার শিয়ালদা তে যে ট্রেনটি যায় তাতে যাবে বলে একটি এম সি বি চেঞ্জিং মেশিন ধর্মনগর রেলস্টেশনে এনে রাখা হয়। বলা হয় যে এই ইলেকট্রনিক মেশিনটি বুকিং করা হবে বহি রাজ্যে যাওয়ার জন্য। ধর্মনগরবাসীর সচেতনতায় একজন বাসিন্দা ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহাকে সন্দেহজনক এই ইলেকট্রনিক ডিভাইসটির কথা জানায়। স্টেশনে খবর নিলে জানা যায় ডিভাইসটির মালিক সোমবার আসবে এবং রেল এ বুকিং করে ডিভাইসটিকে নিয়ে যাবে। কিন্তু সোমবার সারাদিন অতিক্রান্ত হওয়ার পর বিকেলের পর পুলিশের সন্দেহ বেড়ে যায়। কেউ এই ডিভাইসের মালিকানা দাবি করে আসেনি। অবশেষে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নির্দেশে ডিভাইসটি ভাঙ্গা হয় এবং এই ডিভাইসটির ভেতর ৬ প্যাকেট গাঁজা উদ্ধার হয়।

যেই গাজার বাজার মূল্য ২০ লক্ষ টাকার উপর বলে জানান পুলিশ সুপার। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আরো জানান এই ধরনের অভিনব পদ্ধতিতে গাঁজা পাচারের প্রক্রিয়া উনার কাছে প্রথমবারের মতো। তবে উত্তর জেলার মানুষ যেভাবে সচেতন হয়ে উঠেছে তাতে গাঁজা পাচারকারীরা কোনভাবেই তাদের কার্যসিদ্ধি করে উঠতে পারবে না। তার জন্য তিনি সচেতন ধর্মনগরবাসীকে অভিনন্দন জানান।।

Related posts

ত্রিপুরা রাজ্যে সংবিধান দিবস উদযাপন করা হয়

an2banglanews

হরিনাম সংকীর্তনের আড়ালে জুয়ার ঠেক, শীতঘুমে আচ্ছন্ন তেলিয়ামুড়া থানা।

an2banglanews

পুলিশের জালে আটক চার কুখ্যাত চোর

an2banglanews

Leave a Comment