AN2BNANGLA NEWS
March 19th, 2025
Breaking News
Breaking Newsজাতীয় খবরশিক্ষা খবরসংস্কৃতি খবর

ত্রিপুরাতে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস পালন করা হয়।

সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র; যিনি এই সংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেন। তিনি নেতাজি নামে সমধিক পরিচিত। তিনি ২৩ জানুয়ারি ১৮৯৭ সালে জন্ম গ্রহণ করেন। আজ ছিল উনার ১২৮ তম জন্ম দিবস। ত্রিপুরাতে মূল  অনুষ্ঠান হয় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে সকলে রাজ্যের  মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট সমাজ সেবক রাজীব ভট্টচার্জী পতাকা উত্তলনের মাধ্যমে আনুস্টানের সূচনা করেন। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে  ছাত্র ছাত্রীরা এবং বিভিন্ন সামাজিক সংস্থার মিলিত ভাবে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। রাজপথে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুদার।

মাননীয় রাজ্যপাল  ইন্দ্রসেন রেড্ডি নল্লু  সকাল 11:00 টায় আগরতলার গোলবাজারে নেতাজির মূর্তির মালা অর্পণ করেন। মাননীয় রাজ্যপাল  ইন্দ্রসেন রেড্ডি নল্লু  বলেন………………।।

দেশ ও রাজ্যের সাথে একই সুরে প্রাচ্য ভারতী উচ্চতর মাধ্যমিক বিদলয়েও নেতাজীর ১২৮ তম জন্ম দিবস হিসাবে যথা যোজ্য মর্যাদার সাথে পালন করা হয়। সকাল ৭:৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক সুবীর দের্ব্বমা। জাতীয় সংগীত পরিবেশন ও দেশের জয়ধ্বনি দেন ছাত্রছাত্রীরা। নেতাজির মূর্তিতে পুস্প  অর্পণ করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ; শিক্ষা কর্মী ও ছাত্রছাত্রী।

Related posts

ব্যাবসা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে মামার দায়ের কোপে রক্তাক্ত ভাগিনা।

an2banglanews

রোমান স্ক্রিপ্ট নিয়ে বিরোধী দলনেতা অনিমেষ দের্ব্বমা বিস্ফুরক সাংবাদিক সন্মেলন

an2banglanews

Agartala: এক লাখ ৮১ হাজার বাংলাদেশী টাকা সহ গ্রেপ্তার দুই যুবক

an2banglanews

Leave a Comment