AN2BNANGLA NEWS
February 18th, 2025
Breaking News
অন্যান্য

রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অকাল দীপালি সনাতনীদের মধ্যে।। ত্রিপুরাও হচ্ছে অকাল দ্বীপাবলী।

অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা  উৎসবের ছবি হেলিকপ্টার থেকে ভিডিও করেছেন প্রধানমন্ত্রী। সকাল ১১টায় অযোধ্যার সাকেত স্কুল মাঠের হেলিপ্যাডে নামে প্রধানমন্ত্রীর বিমান। এরপর ১১টা ১৬-তে রাম জন্মভূমিতে পৌঁছন মোদি। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয় বেলা ১২টা ৫ থেকে ১২টা ৫৫ পর্যন্ত। বেলা ১২টা ৫৫-য় পূজাস্থল ছাড়ে প্রধানমন্ত্রী। দুপুর ১টায় যোগ দেন একটি অনুষ্ঠানে। দুপুর ১ থেকে দুপুর ২টো পর্যন্ত চলে সেই অনুষ্ঠান। দুপুর ২টো ১০-এ কুবের টিলায় পৌঁছায় মোদি। সেখানে জটায়ু মন্দিরে পুজো দেন। রাম জন্মভূমির প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস মহারাজ জানিয়েছেন, “বড় আর ছোট, দুই রামলালাই এখন প্রতিষ্ঠিত নব নির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত। আজ থেকে দুটি বিগ্রহেরই পুজো হবে। যে অনুষ্ঠান হচ্ছে, তা অত্যন্ত ভালোভাবে হচ্ছে। রামভক্তদের মনস্কামনা পূরণ হচ্ছে।”

রামমন্দির উদ্বোধন ঘিরে অযোধ্যায় হাজার হাজার ভক্তের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় এসেছেন সাধু-সন্তরা। বিদেশ থেকেও এসেছেন অতিথিরা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। জায়গায় জায়গায় চেকিং পয়েন্ট। চলছে নাকা তল্লাশি। SPG ও কমান্ডো বলয়ের ঘেরাটোপে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ও বিশেষ অতিথি ছাড়া প্রবেশ নিষেধ। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি।

রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অকাল দীপালি সনাতনীদের মধ্যে।। প্রদীপের আলোয় সেজে উঠলো ,শহর আগরতলা। বিভিন্ন স্থানে হচ্ছে প্রদীপ প্রজ্জলন। বিশিষ্ট সমাজ সেবক রাজীব ভট্টাচার্জী।

Related posts

“হার্টল্যান্ড ত্রিপুরা”প্রকল্পের উদ্বোধন ।।।।

an2banglanews

হাতিপাড়া বন দপ্তর এলাকায় TRIBAC এ চুরের হানা নিয়ে গেলো ২০টি মূল্যবান মেশিন

an2banglanews

এয়ারপোর্ট থানার নেশা বিরোধী অভিযানে গাঁজা সমেত গ্রেপ্তার এক।

an2banglanews

Leave a Comment