AN2BNANGLA NEWS
February 11th, 2025
Breaking News
Breaking Newsঅর্থনীতি খবর

ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক – অ্যান। বি। সি। সি। ব্যাংক  এবং রামকৃষ্ণ ফেক্স আনন্দনগর মাধ্যমে ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর অনুষ্ঠিত হয়

ত্রিপুরাতে উতপাদিত কৃষিজাত পণ্য মজুত কক্ষের অভাবে নষ্ট হয়ের যায়। ভারত সরকার সিদ্বান্ত নিয়েছে  কৃষিজাত পণ্য মজুত করার জন্য  সর্ব বৃহৎ কক্ষের নির্মান করা হবে।  ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক – অ্যান। বি। সি। সি। ব্যাংক  এবং রামকৃষ্ণ ফেক্স আনন্দনগর মাধ্যমে ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর অনুষ্ঠিত হয় আগরতলা সমবায় সমিতি কার্যালয়ে।  উপস্থিত ছিলেন সুইথিফু মগ।ত্রিপুরার সরকারের আর সি এস। ভজন রায়। এম। ডি।  ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক। হরি লাল দাস। সভাপতি ।রামকৃষ্ণ ফেক্স। আনন্দনগর। অনিল কুমার পাঠক। সি । জি। এম।  অ্যান। বি। সি। সি। ব্যাংক ।

Related posts

দুই বাংলাদেশি যুবক আটক করলেন পূর্ব আগরতলা থানার পুলিশ।

an2banglanews

মদের লাইসেন্স প্রদানের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন

an2banglanews

তামিলনাডু রাজ্যের নিবন্দন কৃত TN.28.BJ.0560  লরি বাঁক নিতে গিয়ে উল্টে যায় সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জে।

an2banglanews

Leave a Comment