ত্রিপুরাতে উতপাদিত কৃষিজাত পণ্য মজুত কক্ষের অভাবে নষ্ট হয়ের যায়। ভারত সরকার সিদ্বান্ত নিয়েছে কৃষিজাত পণ্য মজুত করার জন্য সর্ব বৃহৎ কক্ষের নির্মান করা হবে। ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক – অ্যান। বি। সি। সি। ব্যাংক এবং রামকৃষ্ণ ফেক্স আনন্দনগর মাধ্যমে ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর অনুষ্ঠিত হয় আগরতলা সমবায় সমিতি কার্যালয়ে। উপস্থিত ছিলেন সুইথিফু মগ।ত্রিপুরার সরকারের আর সি এস। ভজন রায়। এম। ডি। ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক। হরি লাল দাস। সভাপতি ।রামকৃষ্ণ ফেক্স। আনন্দনগর। অনিল কুমার পাঠক। সি । জি। এম। অ্যান। বি। সি। সি। ব্যাংক ।