Breaking Newsআঞ্চলিক খবরপিত্রা বাজারের মোট সাতটি দোকান আগুনে ভস্মীভূত হয় ২২শে জানুয়ারি by an2banglanewsJanuary 22, 20240 Share0 ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার পিত্রা বাজারের মোট সাতটি দোকান আগুনে ভস্মীভূত হয় ২২শে জানুয়ারি ভোর ১টা নাগাদ বলে পুলিশ জানায়। ক্ষয়ক্ষতি হয় প্রচুর। যাহার পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা।