সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরর অধীন ত্রিপুরা শিশু আধিকার সুরক্ষা কমিশনের দুই জন সদস্য নিয়োগ করা হয়েছে। গত ১৮ই জানুয়ারী ২০২৪ ইং ত্রিপুরা সরকারের সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জারি করেন। দুই জন সদস্য হলেন শ্রীমতী বিনা রানী দেব্বর্মা এবং শ্রীমতী চামেলি সাহা।
শ্রীমতী চামেলি সাহার সঙ্গে যোগাযোগ করে জানা যায়। তিনি আগরতলা তুলসিবতী বালিকা বিদ্যালয় থেকে বিদ্যালয় শিক্ষা লাভ করে মহা রাজা বীর বিক্রম কলেজ থেকে উচ্চ শিক্ষা লাভ করেন। তিনি ছাত্রী জীবন থেকে সমাজ সেবার সঙ্গে যুক্ত। এই দ্বায়ীত্ব পেয়ে খুশি। তিনি রাজ্য সরকার কে ধন্যবাদ জানিয়েছেন।
শ্রীমতী বিনা রানী দেব্বর্মা যোগাযোগ করা যায় নি।