বোধজং এলামনি আয়োজিত রাজ্যভিত্তিক ইন্টার এলামনি স্পোর্টস ফেস্ট এখন বেশ জমজমাট পর্যায়ে। আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে একই সঙ্গে দু-দুটো টুর্নামেন্ট চেস এবং ক্যারাম প্রতিযোগিতা শুরু হবে। ইতোমধ্যে দু-দুটো টুর্নামেন্ট ব্যাডমিন্টন ও লুডো প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ২১ জানুয়ারি সকাল দশটা থেকে ভোলাগিরি গ্রাউন্ডে ১২ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট এবং ২৩ তারিখে অ্যাটলেটিক্স আসরের আয়োজন করবেন উদ্যোক্তারা। বোধজং এলামনি আয়োজিত এবারকার রাজ্যভিত্তিক খেলো এলামনি ১.০ আসর শেষ হবে ২৭ জানুয়ারি পুরস্কার বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে। ওইদিন বোধজং স্কুল অডিটোরিয়াম আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।