AN2BNANGLA NEWS
March 21st, 2025
Breaking News
Breaking Newsজাতীয় খবর

গভীর রাতে খোয়াই থানা এলাকার কাড়গিলটিলা থেকে রাজু সাঁওতাল নামে চোরকে আটক করে

গত ১১ জানুয়ারি খোয়াই থানা এলাকার সোনাতলা কালীবাড়ি থেকে প্রণামী বাস্ক, বড় ঘন্টা সহ বিভিন্ন সামগ্রী চুরের দল চুরি করে নিয়ে যায়। এই ঘটনার পর সোনাতলা কালীবাড়ি কমিটির পক্ষ থেকে খোয়াই থানায় লিখিত অভিযোগ করা হলে ,খোয়াই থানার ওসি সুবীর মালাকার মামলা নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করে। গতকাল গভীর রাতে খোয়াই থানা এলাকার কাড়গিলটিলা থেকে রাজু সাঁওতাল নামে চোরকে আটক করে এবং তার বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার করে। খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন মজুমদার জানান চুরি যাওয়া বাকি সামগ্রীগুলি আজই ৫/৬ ঘণ্টার মধ্যে আগরতলা থেকে আনা হবে।

Related posts

গরম জলে পড়ে মর্মান্তিক মৃত্যু এক শিশু।

an2banglanews

সমগ্র রাজনৈতিক দলের সার্বিক সহযোগিতা প্রয়োজন সার্বিক উন্নয়ন করতে

an2banglanews

নিজ নির্বাচনী এলাকা পরিদর্শনে এডিসির ই এম রুনিয়েল দেববর্মা।

an2banglanews

Leave a Comment