গত ১১ জানুয়ারি খোয়াই থানা এলাকার সোনাতলা কালীবাড়ি থেকে প্রণামী বাস্ক, বড় ঘন্টা সহ বিভিন্ন সামগ্রী চুরের দল চুরি করে নিয়ে যায়। এই ঘটনার পর সোনাতলা কালীবাড়ি কমিটির পক্ষ থেকে খোয়াই থানায় লিখিত অভিযোগ করা হলে ,খোয়াই থানার ওসি সুবীর মালাকার মামলা নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করে। গতকাল গভীর রাতে খোয়াই থানা এলাকার কাড়গিলটিলা থেকে রাজু সাঁওতাল নামে চোরকে আটক করে এবং তার বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার করে। খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন মজুমদার জানান চুরি যাওয়া বাকি সামগ্রীগুলি আজই ৫/৬ ঘণ্টার মধ্যে আগরতলা থেকে আনা হবে।
previous post