AN2BNANGLA NEWS
March 21st, 2025
Breaking News
Breaking Newsরাজনীতি খবর

তেলিয়ামুড়াতে বিরোধী শিবিরে ভাঙ্গন অব্যাহত, দুস্কিতে ৪০ ভোটার বিজেপিতে

লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসে রাজ্যের দিকে দিকে শাসক বিরোধী শিবির গুলোর রাজনৈতিক রক্তক্ষরণ অব্যাহত। এবার ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুষ্কি এলাকাতে এক সভার মধ্য দিয়ে বামফ্রন্ট মথা সহ বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ১২ পরিবারের ৪০ জন ভোটার বিজেপি দলে সামিল হয়েছেন। নবাগতদের ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল করে বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মাননীয়া মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় দাবি করেন এই সময়ের মধ্যে সরকার পাহাড় থেকে সমতল সর্বত্রই উন্নয়নমুখী কর্মযজ্ঞ রেখেছে। বিশেষ করে জনজাতি এলাকার সার্বিক বিকাশে সরকার একের পর এক পরিকল্পনা গ্রহণ করে চলেছেন বলে শ্রীমতী সাহা রায় দাবি করেন। আগামী কিছুদিনের মধ্যে দুষ্কি এলাকায় আরো কি করে উন্নয়নের মধ্য দিয়ে জনজাতিদের জীবন জীবিকার মানকে তুলে ধরা যায় সেই বিষয়ে পরিকল্পনামাফিক উদ্যোগ গ্রহণ করা হবে বলে আজ দুষ্কিতে জানালেন শ্রীমতি সাহা রায়। আগামী লোকসভা নির্বাচনের আগে জনজাতি অধ্যুষিত এই দুষ্কি এলাকাতে এইভাবে বিরোধী রাজনৈতিক শিবিরে ভাঙ্গন নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ বিষয় বলে রাজনৈতিক মহলের বক্তব্য।.

Related posts

বাম সমর্থক হওয়ায় চাকরি থেকে বহিস্কার।

an2banglanews

India vs Pakistan: অবিশ্বাস্য! আকাশছোঁয়া হোটেল ভাড়া, ফ্যানরা বুক করছেন হাসপাতালের বেড

cradmin

যথা যোগ্য সন্মানে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হয় ত্রিপুরাতে…।

an2banglanews

Leave a Comment