AN2BNANGLA NEWS
December 8th, 2024
Breaking News
Breaking Newsঅর্থনীতি খবর

অবৈধ গাজা উদ্ধার করতে সক্ষম হল তেলিয়ামুড়া থানার পুলিশ।

শনিবার গোপন খবরের ভিত্তিতে TR01 AS 1708(আগরতলা থেকে লং শিলং গামী) লরিতে তল্লাশি চালিয়ে তেলিয়ামুড়া থানাধীন জাতীয় সড়কে হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে পুলিশ প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। উল্লেখ্য সংশ্লিষ্ট গাড়ির তেলের ট্যাঙ্কার ব্যবহার করে অভিনব পদ্ধতিতে এই গাঁজাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। আটককৃত গাজার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষাধিক টাকা বলে পুলিশের দাবি এবং সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড়ের জনৈক অনুপ সরকার’কে (লরিটির চালক) আটক করা হয়েছে।
গাঁজা উদ্ধারের ব্যাপারে উপযুক্ত তদন্ত করছে বলে দাবি পুলিশ সূত্রের।.

Related posts

ত্রিপুরা মার্কফেডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন সঞ্জয় সাহা

an2banglanews

Agartala: বহিরাগত শ্রমিক এলাকার বধূকে নিয়ে পালিয়েছে

an2banglanews

ভারতের ত্রিপুরা রাজ্যে M B B বিমানবন্দরের আটক ৬ বাংলাদেশী নাগরিক

an2banglanews

Leave a Comment