পৌষ সংক্রান্তির বাকি আর এক দিন। শহরাঞ্চলে না হলেও গ্রামেগঞ্জে সংক্রান্তির দিন বাড়ি ঘরে কীর্তন নিয়ে আসার রেওয়াজ রয়েছে। এবং এই কীর্তনকে ঘিরে তিল্লাই বাতাসা ইত্যাদি লুট দেওয়ার চল ও রয়েছে। ফলে এই সময়টায় বাজারে তিল্লাই ও বাতাসার চাহিদা থাকে বেশি। ফলে বাজারে চাহিদার যোগান দিতে ব্যস্ততাও থাকে কারখানায়। কিরকম চাহিদা রয়েছে কি জানালেন দোকানী শুনুন।