AN2BNANGLA NEWS
March 19th, 2025
Breaking News
জীবনধারা খবররাজনীতি খবর

স্বচ্ছ ভারত অভিযানে মুখ্যমন্ত্রী।।

৫০০ বছর ধরে অপেক্ষায় ছিল ভারতবাসী। কবে প্রতিষ্ঠা হবে রাম মন্দির। সেই প্রতীক্ষার অবসান ঘটছে আগামী ২২শে জানুয়ারি। আগামী ২২শে জানুয়ারি প্রধানমন্ত্রীর হাত ধরে অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের। সেদিন প্রাণ প্রতিষ্ঠা করা হবে ভগবান রামের।

সেদিন থেকে স্মরণীয় করে রাখার জন্য ভারতীয় জনতা পার্টি ১৪ জানুয়ারি থেকে ২২শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন মন্দিরগুলিকে পরিস্কার পরিচ্ছন্ন করে রাখার কর্মসূচি হাতে নিয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার রাজ্যের বিভিন্ন মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জগন্নাথ বাড়িতে স্বচ্ছ ভারত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উনি ছাড়াও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী এর স্বচ্ছ ভারত কর্মসূচিতে বলেন রাম মানে বিশ্বাসের জায়গা আস্থার জায়গা। মোদিজীর আহবানে সারা দিয়ে সবাই যেন এই স্বচ্ছ ভারত কর্মসূচিতে অংশগ্রহণ করেন এই আহবান রাখেন তিনি।

Related posts

শিক্ষার বেসরকারিকরণ বাণিজ্য করুন বন্ধ করতে হবে সরকারি বিদ্যালয় বন্ধ করা যাবে না

an2banglanews

ডি জি পি অফিসে রাইয়াবাড়িতে সংখ্যা লঘু ১৭ টি পরিবারের উপর দফায় দফায় আক্রমণের প্রতিবাদে ডেপুটেশন

an2banglanews

ঘরের স্বামী সন্তান ফেলে রেখে অবৈধ প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার স্বামীর হাতে পথে আটক স্ত্রী সহ অভিযউক্ত প্রেমিক

an2banglanews

Leave a Comment