AN2BNANGLA NEWS
March 21st, 2025
Breaking News
Breaking Newsবিনোদন খবররাজনীতি খবর

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিজেপি দলের প্রচার শুরু হয়ে গেছে দেশব্যাপী।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিজেপি দলের প্রচার শুরু হয়ে গেছে দেশব্যাপী। রাজ্য ও ইতিমধ্যেই বিভিন্ন কর্মকাণ্ড শুরু হয়ে গেছে নির্বাচনকে সামনে রেখে। রাজ্য বিজেপি সভাপতি ইতিমধ্যে দেয়াল লিখন এর মাধ্যমে প্রচার শুরু করেছেন রাজ্যে।

রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথ বাড়ি এলাকায় দেয়ালে বিজেপির প্রতীক পদ্মফুল এঁকে শুরু করলেন প্রচার। তিনি প্রচার শুরু করে বলেন, নরেন্দ্র মোদিকে আবার প্রধান মন্ত্রী হিসেবে দেখতে চান। বিজেপি দলের যে ৪০৪ সিট পাওয়ার টার্গেট তা পার করে ৪৫০ হয়ে যেতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেন।

Related posts

দুই বাংলাদেশি যুবক আটক করলেন পূর্ব আগরতলা থানার পুলিশ।

an2banglanews

গভীর রাতে খোয়াই থানা এলাকার কাড়গিলটিলা থেকে রাজু সাঁওতাল নামে চোরকে আটক করে

an2banglanews

India vs Pakistan: অবিশ্বাস্য! আকাশছোঁয়া হোটেল ভাড়া, ফ্যানরা বুক করছেন হাসপাতালের বেড

cradmin

Leave a Comment