AN2BNANGLA NEWS
November 6th, 2024
Breaking News
Breaking Newsবিনোদন খবররাজনীতি খবর

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিজেপি দলের প্রচার শুরু হয়ে গেছে দেশব্যাপী।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিজেপি দলের প্রচার শুরু হয়ে গেছে দেশব্যাপী। রাজ্য ও ইতিমধ্যেই বিভিন্ন কর্মকাণ্ড শুরু হয়ে গেছে নির্বাচনকে সামনে রেখে। রাজ্য বিজেপি সভাপতি ইতিমধ্যে দেয়াল লিখন এর মাধ্যমে প্রচার শুরু করেছেন রাজ্যে।

রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথ বাড়ি এলাকায় দেয়ালে বিজেপির প্রতীক পদ্মফুল এঁকে শুরু করলেন প্রচার। তিনি প্রচার শুরু করে বলেন, নরেন্দ্র মোদিকে আবার প্রধান মন্ত্রী হিসেবে দেখতে চান। বিজেপি দলের যে ৪০৪ সিট পাওয়ার টার্গেট তা পার করে ৪৫০ হয়ে যেতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেন।

Related posts

জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে নব মতদাতা সম্মেলন সম্বুধন করেন ভারতের প্রধান মন্ত্রী ।

an2banglanews

মন্ত্রী সুশান্ত চৌধুরী কৃষকদের উন্নয়নে ন্যূনতম সহায়ক মূল্য দান ক্রয়

an2banglanews

ইট চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরল।

an2banglanews

Leave a Comment