AN2BNANGLA NEWS
February 18th, 2025
Breaking News
Breaking Newsজীবনধারা খবর

ঘরের স্বামী সন্তান ফেলে রেখে অবৈধ প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার স্বামীর হাতে পথে আটক স্ত্রী সহ অভিযউক্ত প্রেমিক

ঘরে স্বামী সহ সন্তান ফেলে অবৈধ প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পথে বিশালগড় অফিসটিলা হসপিটাল সংলগ্ন এলাকায় স্বামীর হাতে আটক স্ত্রী সহ স্ত্রীর অবৈধ প্রেমিক।

ঘটনা শনিবার দুপুর 1:30 মিনিটে। উক্ত ঘটনাকে ঘিরে আগরতলা সাব্রুম জাতীয় সড়কে মহিলার স্বামী সহ অবৈধ প্রেমিকের মধ্যে সংঘর্ষ।

ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ । ঘটনাস্থলে পুলিশ ছুটে এসে মহিলার স্বামী সহ অবৈধ প্রেমিককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। উক্ত ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বর এলাকা।

জানাযায় বিশালগড় ধ্বজনগর এলাকার এক গাড়ি চালকের স্ত্রী দীর্ঘদিন বাড়িতে স্বামীর অবর্তমানে এলাকারই দুই সন্তানের বাবার সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। শনিবার ভালোবাসার টানে ঘরের স্বামী সহ সন্তান ফেলে অবৈধ প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার পথে স্বামী টের পেয়ে যায় এবং দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরের সামনে স্ত্রী সহ অবৈধ প্রেমিককে আটক করে। যা নিয়ে রীতিমতো মহিলার স্বামী সহ অবৈধ প্রেমিকের মধ্যে শুরু হয়ে যায় সংঘর্ষ। পরবর্তী সময়ে উক্ত ঘটনা দেখতে পেয়ে আগরতলা সাব্রুম জাতীয় সড়কে জড়ো হতে থাকে এলাকার জনগণ ।খবর দেয় পুলিশকে ।পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সকলকে আটক করে নিয়ে আসে থানায়।

Related posts

লঙ্কামুড়া এলাকায় রহস্যজনক ভাবে খুন বিমল দেবনাথ নামে এক অটো চালক।

an2banglanews

জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে নব মতদাতা সম্মেলন সম্বুধন করেন ভারতের প্রধান মন্ত্রী ।

an2banglanews

ত্রিপুরা হাই কোর্ট এর বিচারপতি এবং অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করানো হয়।

an2banglanews

Leave a Comment