AN2BNANGLA NEWS
March 21st, 2025
Breaking News
Breaking Newsআঞ্চলিক খবরজীবনধারা খবর

লঙ্কামুড়া এলাকায় রহস্যজনক ভাবে খুন বিমল দেবনাথ নামে এক অটো চালক।

বিমল দেবনাথ পেশায় অটো রিক্সা চালক। ১২ই জানুয়ারি ২০২৪ ইং অন্যান্য দিনের মত রোজগারের সন্দানে বেরিয়েছে রজধানী আগরতলা লঙ্কামুরা এলাকার বাড়ি থেকে;

কিন্তু রাতে বাড়িতে ফেরা হল না। উনার ছেলে জানান কিছু দিন আগে প্রতিবেশির সঙ্গে বাড়ীর সীমানা নিয়ে কথা কাটাকাটি হয়। প্রতিবেশী হুমকিও দেয়।

শুক্র বার রাতে বাবার বাড়ীতে ফিরতে দেরি হওয়া ; খুজতে শুরু করে পার্শ্ববর্তি এলাকাতে। অবশেসে নিকট বর্তি পুলের পাশের অটো রিক্সা দাড়িয়ে থকতে পায় এবং খুজাখুজিত পর পুলের নিচে মৃত অবস্তায় পরে থাকতে পায়। পরিবারের লোক হাস্পাতলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

Related posts

Bishalgar: সুশাসনের সরকারে ৮০ শতাংশ বিকলাঙ্গ হয়েও বঞ্চিত ভাতা থেকে।

an2banglanews

আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ময়দানে ট্রাফিক দপ্তর।

an2banglanews

রাস্তায় নিম্নমানের সামুগ্রী ব্যবহার করা হচ্ছে গোলাঘাটি বাজার যাওয়ার রাস্তায়…

an2banglanews

Leave a Comment