বিমল দেবনাথ পেশায় অটো রিক্সা চালক। ১২ই জানুয়ারি ২০২৪ ইং অন্যান্য দিনের মত রোজগারের সন্দানে বেরিয়েছে রজধানী আগরতলা লঙ্কামুরা এলাকার বাড়ি থেকে;
কিন্তু রাতে বাড়িতে ফেরা হল না। উনার ছেলে জানান কিছু দিন আগে প্রতিবেশির সঙ্গে বাড়ীর সীমানা নিয়ে কথা কাটাকাটি হয়। প্রতিবেশী হুমকিও দেয়।
শুক্র বার রাতে বাবার বাড়ীতে ফিরতে দেরি হওয়া ; খুজতে শুরু করে পার্শ্ববর্তি এলাকাতে। অবশেসে নিকট বর্তি পুলের পাশের অটো রিক্সা দাড়িয়ে থকতে পায় এবং খুজাখুজিত পর পুলের নিচে মৃত অবস্তায় পরে থাকতে পায়। পরিবারের লোক হাস্পাতলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।