AN2BNANGLA NEWS
March 19th, 2025
Breaking News
Breaking Newsআঞ্চলিক খবররাজনীতি খবর

নিজ নির্বাচনী এলাকা পরিদর্শনে এডিসির ই এম রুনিয়েল দেববর্মা।

নিজ নির্বাচনী এলাকা পরিদর্শনে স্থানীয় এম ডি সি তথা এডিসির ই এম রুনিয়েল দেববর্মা।তিনি নিজ এলাকার পাশাপশি এডিসি এলাকা গুলিতে সাধারণ মানুষের পাশাপাশি এলাকার জনগনের বিভিন্ন দাবি পূরণের ক্ষেত্রে সর্বদা জনগনের পাশে থাকার চেষ্টা করেন।

ঠিক তেমনি শনিবার নিজ নির্বাচনী ক্ষেত্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।বাড়িয়ে দেন সাহায্যের হাত। এদিন উদয় সেনাপতি এলাকায় সঙ্গীত যন্ত্রাংশ হারমোনিয়াম প্রদান করেন; পাশাপশি স্থানীয়দের দাবি সেখানে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের এবং তিনি আশ্বাস দেন যে শীগ্রই উদয়সেনাপতি এলাকায় সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে উদ্যোগ নেবেন।

তৎসঙ্গে হিউটিনগর ভিসির অন্তর্গত নন্দরাম চৌধুরী পাড়ার দীর্ঘ দিন ধরে শারীরিক ভাবে অসুস্থ রেশমি দেববর্মার বাড়িতে যান,কথা বলেন নিলেন শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ খবর,উন্নত চিকিৎসার জন্য বাড়িয়ে দেন সাহায্যের হাত।

এই সময় উপস্থিত ছিলেন ওয়াই টি এফ জোনাল সভাপতি দীপক দেববর্মা, জোনাল চেয়ারম্যান সহ স্থানীয় তিপ্রা মথা দলের কর্মী সমর্থকরা। ই এম রুনিয়েল দেববর্মা দেববর্মার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এলাকার সকল অংশের জনজাতি জনগণ সাধুবাদ জানান।এই পরিদর্শন নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলেন বিস্তারিত প্রতিক্রিয়া।

Related posts

ত্রিপুরা স্টুডেন্ট ইউনিয়ন এক স্মারকলিপি প্রদান করে।

an2banglanews

ত্রিপুরাতে বি জে পি দলের ভাঙ্গন, শান্তির বাজারে ৩৪জন কংগ্রেস দলে যোগ দান।

an2banglanews

ভারত সরকার যান বহন দুর্ঘটনায় কারনে মৃত্যু হলে গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন প্রণয়ন করে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চাক্কা জ্যাম করে।

an2banglanews

Leave a Comment