AN2BNANGLA NEWS
February 18th, 2025
Breaking News
Breaking Newsজীবনধারা খবর

রেগার মুজুরী না পেয়ে ব্লকে তালা!!

 

রেগার মুজুরি না পেয়ে ব্লকে তালা দিলো শ্রমিকরা।
আমবাসা ব্লকের অধীন জগন্নাথপুর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত রেগার শ্রমিকরা গত মাস দেড়েক ধরে রেগার মুজুরী পাচ্ছে না। রাত পোহালেই পৌষ পার্বণ। এই অবস্থায় শ্রমিকরা দিশেহারা। রেগার মুজুরী মিটিয়ে দেওয়ার দাবিতে গত শনিবারও দেড় মাইল এলাকায় আমবাসা গন্ডাছড়া সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছিল শ্রমিকরা। সেই সময় ব্লক আধিকারিক মুনমুন দেব্বর্মা আশ্বাস দিয়েছিলেন পৌষ সংক্রান্তির আগেই মুজুরী মিটিয়ে দেওয়ার। কিন্তু আজ পর্যন্ত শ্রমিক দের মুজুরী প্রদান করা হয়নি। বাধ্য হয়ে শুক্রবার ক্ষুব্ধ শ্রমিকরা আমবাসা ব্লকে তালা ঝুলিয়ে দেয়। তাদের বক্তব্য বকেয়া মুজুরী মিটিয়ে না দেওয়া পর্যন্ত তালা বন্ধ থাকবে ব্লক অফিস।
এদিকে, সদ্য সমাপ্ত বিধানসভার শীতকালীন অধিবেশনে অর্থ মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় তথ্য দিয়ে জানিয়েছেন, রাজ্যের আর্থিক অবস্থা ভালো। সরকারি কোষাগারে অর্থের কোনও সংকট নেই। অথচ বাস্তব বলছে অন্যকথা। রেগার শ্রমিকরা মুজুরি পাচ্ছে না।।

Related posts

টি এস ইউ ৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করে।

an2banglanews

রক্ত দাতাদের উৎসাহিত করতে  উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রাজীব ভট্টাচার্য

an2banglanews

নিজ নির্বাচনী এলাকা পরিদর্শনে এডিসির ই এম রুনিয়েল দেববর্মা।

an2banglanews

Leave a Comment