AN2BNANGLA NEWS
March 21st, 2025
Breaking News
রাজনীতি খবর

বিধানসভা নির্বাচনের পর চড়িলাম বাজারের সর্বপ্রথম কংগ্রেসের কর্মসূচি

স্বামী বিবেকানন্দের জন্মদিনকে পাথেয় করে চড়িলাম বাজারে ২০২৩ নির্বাচনের পর এই সর্বপ্রথম কংগ্রেসের মিছিল।

হঠাৎ করে চড়িলাম বাজারে বন্দেমাতরম কংগ্রেস আই জিন্দাবাদ স্লোগান শুনে হতবাক হয়ে উঠেন চড়িলাম বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে পথচারী শুক্রবার সকালে জানাযায় কংগ্রেসের উদ্যোগে প্রথমে কংগ্রেস ভবনে স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিন কে পালন করে জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন তারপর সমস্ত কংগ্রেস কর্মীরা মিলিত হয়ে চড়িলাম বাজারে কংগ্রেসে আই জিন্দাবাদ স্লোগান দিয়ে সম্পূর্ণ বাজারটি পরিক্রমা করেন।

এদিনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি গুপীনাথ সাহা, জেলা যুব কংগ্রেস সভাপতি সমরজিৎ ভট্টাচার্য, চড়িলাম ব্লক যুব কংগ্রেস সভাপতি সাহিদুল ইসলাম এবং বরিষ্ঠ জেলা কংগ্রেস নেতা পীযূষ দাস এলাকার পুর খাওয়া কংগ্রেস কর্মীরা। মূলত চড়িলাম বাজারে কংগ্রেসের কর্মসূচি পালন করা ছিল মূল লক্ষ্য তার উপর স্বামী বিবেকানন্দ কে পাথেয় করে কর্মসূচি সম্পূর্ণভাবে রূপ দিতে স্বাথক কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের মিছিল কে কেন্দ্র করে প্রশাসনের উদ্যোগে করা হয়েছিল কঠিন নিরাপত্তা।

Related posts

জাতীয় ভোটার দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিং

an2banglanews

বিকশিত ভারত সংকল্প যাত্রা সূচনা

an2banglanews

আমতলীর এস ডি পি ও প্রসূন কান্তি ত্রিপুরার ঘটনা নিয়ে সাংবাদিকদের জানালেন জেলা পুলিশ আধিকারিক ডাঃ কিরন

an2banglanews

Leave a Comment