AN2BNANGLA NEWS
January 20th, 2025
Breaking News
আঞ্চলিক খবরজীবনধারা খবরবিনোদন খবর

লংতরাই ব্র্যান্ড বিশালগড়স্থিত রান্নার শিল্পীদের সংবর্ধনা জানায়।

লংতরাই ব্র্যান্ড ৮ ই জানুয়ারী ২০২৪, সন্ধ্যায় বিশালগড়স্থিত একটি বেসরকারী হোটেলে রান্নার শিল্পের সাথে যুক্ত শিল্পীদের নিয়ে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে। লংতরাই গুঁড়ো মশলার জেনারেল ম্যানেজার শ্রীযুক্ত সুব্রত দেবনাথ মহোদয়ের এক সুন্দর ভাষণের মধ্য দিয়ে সভার সূচনা হয়। সভায় বেশ কয়েকজন রান্নার শিল্পীরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাকালে এই ব্রান্ডের এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীদিনেও এই ধরণের ব্যতিক্রমীধর্মী অনুষ্ঠানের আয়োজন জারি রাখার জন্য কোম্পানীর প্রতি আহ্বান রাখেন। কোম্পানীর পক্ষ থেকে শিল্পীদের হাতে বিভিন্ন ধরণের উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সঞ্জীব দেবনাথ, সেলস্‌ এক্সিকিউটিভ, মানালী দেবনাথ, HR ও অন্যান্য কর্মীবৃন্দরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনের জন্য রান্নার শিল্পীদের মধ্য থেকেই ৬ জনকে মঞ্চে বসিয়ে তাদেরকে পুস্পস্তবক ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়।

বিস্তারিত জানতে  দেখতে থাকুন  https://www.youtube.com/channel/UCu36tlOjDeI_ddJ_QE29wOA

Related posts

আমতলী থানার মদ বিরোধী আভিজান।

an2banglanews

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপোটেশন দেওয়া হয়

an2banglanews

ঘন কুয়াশায় ভয়াবহ দূর্ঘটনাগ্রস্থ পিকনিকের গাড়ি। ঘটনা বিশালগড় হাসপাতাল সংলগ্ন এলাকায়।

an2banglanews

Leave a Comment