পনের বছর বয়সী নাবালিকাকে কুপ্রস্তাব। রাজি না হওয়ায় স্কুলে যাওয়ার সময় পথ আটকিয়ে মারধর সহ শ্লীলতাহানির চেষ্টা এক যুবকের। নাবালিকার পরিবার এই ঘটনা জানার পর নাবালিকাকে সাথে নিয়ে লিখিত অভিযোগ দায়ের বিলোনিয়া মহিলা থানাতে যুবকের বিরুদ্ধে। গতকাল রাত সাড়ে নয়টা নাগাদ, লিখিত অভিযোগ দায়ের করা হয় পনের বছরের বয়সী নাবালিকার পক্ষ থেকে । নাবালিকাকে মারধর সহ শ্লীলতাহানির চেষ্টার ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন পুরপরিষদ এলকায়। লিখিত অভিযোগ দায়ের করার পর মহিলা থানার পুলিশ কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে, মহিলা থানার এক ইন্সপেক্টর নাকি মিমাংসা করার জন্য নাবালিকার পরিবারকে পরামর্শ দেয় এমনই অভিযোগ উঠে। এই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের দ্ধারস্থ হয়ে নাবালিকার পরিবার দোষী যুবকের শাস্তির দাবি করেন। নাবালিকা শ্লীলতা হানি মামলায়
আবারো কলঙ্কিত বিলোনিয়া মহিলা থানা। নির্যাতিতা নাবালিকার পরিবারকে ঘটনা মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেওয়া যেন মেনে নিতে পারছে না নাবালিকার পরিবার সহ শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। যুবকের এই ধরনের উশৃঙ্খলতা এবং ভয়ে বর্তমানে নাবালিকার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পথে । ভয়ে স্কুলে যেতে পারে না এই ছাত্রী, স্কুলে যাওয়ার পথে যখন তখন যুবক তার পথ আটকায় । যেখানে সরকার চাইছে বেটিদের বাঁচাতে ও বেটি পড়াতে সেখানে এই ধরনের কিছু যুবকের ভয়ে মেয়েদের পড়াশুনা বন্ধ হয়ে গেলে, সরকারের স্লোগান বেটি বাঁচাও, বেটি পড়াও ফিকে হয়ে পড়বে না তো , এটাই ঘুরপাক খাচ্ছে জনমনে। এখন দেখার বিষয় আরক্ষা প্রশাসন এই ঘটনায় কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে।
বিস্তারিত খবর জানতে দেখুন www.youtube.com/@AN2BANGLA