মান্দাই বিধানসভার অধীন বেগরাম পাড়ায় রয়েছে চৈত্রমোহন মুকমু ইংলিশ মিডিয়াম জে বি স্কুল। স্কুলের প্রধান শিক্ষিকার নাম রেখা দাস। তিনি আজ স্কুলে আসেন নি। অফিসিয়াল কাজে অন্য কোথাও রয়েছেন। আজ স্কুলের পরীক্ষা শেষে ছাত্র-ছাত্রীরা স্কুলের মধ্যে অবস্থিত একটি বড়ই গাছে উঠে বিপদজনক অবস্থায় বড়ই আহরণ করেছে। কিন্তু মাস্টাররা দেখেও কিছু বলছে না এতটাই উদাসীন। যেকোনো মুহূর্তে যেকোনো ধরনের বিপর্যয় ঘনিয়ে আসতে পারতো। যখন সংবাদ প্রতিনিধি স্কুলে যায় এবং ছাত্র-ছাত্রীদের বরই গাছে ওঠার দৃশ্য ক্যামেরা ধারণ করে তখন তারা গাছ থেকে নেমে যায়। এবং একজন শিক্ষকও তাদেরকে বকাঝকা দেয়। মা-বাবারা ছাত্র-ছাত্রীদের স্কুলে পাঠায় শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্বের উপর নির্ভর করে। কিন্তু শিক্ষক শিক্ষিকারা যদি দায়িত্ব পালন না করে তবে এর দায় কে নেবে।
বিস্তারিত খবর জানতে দেখুন www.youtube.com/@AN2BANGLA