ভারতের রাষ্ট্রপতি, শ্রীমতি দ্রৌপদী মুর্মু আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক (MoHUA) দ্বারা আয়োজিত ভারত মণ্ডপম, নয়াদিল্লিতে স্বচ্ছ সার্ভেকশান পুরষ্কার 2023 প্রদান করেছেন। ক্লিন সিটি, ক্লিনেস্ট ক্যান্টনমেন্ট, সাফাইমিত্র সুরক্ষা, গঙ্গা টাউনস এবং সেরা পারফরমিং স্টেট বিভাগে 13 পুরষ্কারপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছিল। এ বছর ক্লিনেস্ট সিটি অ্যাওয়ার্ডে যৌথ বিজয়ীদের প্রদর্শন করা হয়েছে। ইন্দোরের পাশাপাশি বন্দর শহর সুরাত শীর্ষ সম্মান অর্জন করেছে, যারা টানা 6 বছর ধরে একাই শীর্ষস্থান জয় করেছে। 1 লাখের কম জনসংখ্যার শহরগুলির বিভাগে, সাসভাদ, পাটান এবং লোনাভালা শীর্ষ তিনটি স্থান পেয়েছে। মধ্যপ্রদেশের মহউ ক্যান্টনমেন্ট বোর্ডকে সবচেয়ে পরিচ্ছন্ন ক্যান্টনমেন্ট বোর্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। বারাণসী এবং প্রয়াগরাজ পরিষ্কার গঙ্গা শহরের মধ্যে শীর্ষ দুটি পুরস্কার জিতেছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সেরা পারফর্মিং রাজ্যের জন্য শীর্ষ তিনটি পুরস্কার জিতেছে। চণ্ডীগড় সেরা সাফাইমিত্র সুরক্ষিত শেহের পুরস্কার নিয়ে চলে গেল। অনুষ্ঠানে 110টি পুরস্কার প্রদান করা হয়। ত্রিপুরা রাজ্য পুরস্কার লাভ করে। ত্রিপুরার পক্ষে পুরস্কার গ্রহণ করেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।
বিস্তারিত খবর জানতে দেখুন www.youtube.com/@AN2BANGLA