মাসখানেক আগে বটতলা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেকগুলো দোকান ঘষ্মীভূত হয়ে গিয়েছিল। বুধবার এস সি কর্পোরেশন ও পুর নিগম যৌথভাবে তপশিলি জাতিভুক্ত ২৬ জন দোকানদারদের ইলেকট্রনিক ওজন পরিমাপক যন্ত্র প্রদান করে।
বিস্তারিত খবর জানতে দেখুন www.youtube.com/@AN2BANGLA