AN2BNANGLA NEWS
January 20th, 2025
Breaking News
Breaking Newsজাতীয় খবররাজনীতি খবর

চলে গেলেন কেশব মজুমদার।

বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার বুধবার ভোররাতে রামনগরে ছেলের ভাড়া বাড়িতে মৃত্যুবরণ করেন । বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে উনার এক ছেলে ও মেয়েকে রেখে যান তিনি। উনার স্ত্রী আগেই প্রয়াত হয়েছিলেন। সাফল্যের সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য , রাজস্ব ও বিদ্যুত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি । আজ উনার মরদেহ প্রথমে বিধানসভা ভবনে নিয়ে যাওয়া হয় সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী সভার সদস্যগন। পরবর্তীতে নিয়ে যাওয়া হয় মহাকরণে। সেখান থেকে নিয়ে আসা হয় সি পি আই এম রাজ্য সদর দপ্তরে। সেখানে লাল পতাকা দিয়ে তার মরদেহ ঢেকে দেয় সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। একে একে উনার মরদেহে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী  মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী, প্রাক্তন মন্ত্রী অঘুর দেববর্মা সহ অন্যান্য সি পি আই এম নেতৃত্ব। সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় উদয়পুরের বাড়িতে এখানে উনার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

বিস্তারিত খবর জানতে দেখুন www.youtube.com/@AN2BANGLA

Related posts

হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা  অ্যান্টি ড্রাগ মিশনের সূচনা।

an2banglanews

তিপ্রা মথা দলের তৃতীয় বার্ষিক প্রতিষ্ঠা দিবস (Tipramotha Foundation day)

an2banglanews

ত্রিপুরা স্টুডেন্ট ইউনিয়ন এক স্মারকলিপি প্রদান করে।

an2banglanews

Leave a Comment