বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় সিপাহীজলা জেলা উত্তরাংশ যুব মোর্চার উদ্যোগে রাস্তা মাথাস্থিত রবীন্দ্রনাথ কলেজে বিশালগড় মন্ডল যুব মোর্চা ও কমলাসাগর মন্ডল যুব মোর্চার সহায়তায় NAMo Apps Campuse করা হয় উপস্থিতি ছিলেন জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক বিকাশ সাহা উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চা সদস্য জয় গোস্বামী সহ বিশালগড় ও কমলাসাগর সকল সদস্য। আলোচনা করতে গিয়ে জেলা সম্পাদক তুলে ধরেন এই অ্যাপস এর মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জনকল্যা মুখী কার্যক্রমের সবকিছু দেখতে পারবেন সাধারণ মানুষ। তাই কলেজের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে এই অ্যাপস ডাউনলোড করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সকল জনকল্যাণমুখী কার্যক্রম দেখার অনুরোধ জানান।
বিস্তারিত খবর জানতে দেখুন www.youtube.com/@AN2BANGLA