AN2BNANGLA NEWS
June 21st, 2024
Breaking News
Breaking Newsঅর্থনীতি খবরআঞ্চলিক খবর

সোনামুড়া থানার পুলিশ গাঁজা কাটতে গিয়ে বাঁধার মুখে, বাঁধা ঠেলে গাঁজা গাছ কাটলো কমলনগর আনন্দপুর, কলবাড়িতে।

আবারো গাঁজা বাগানে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক। অন্যান্য বছরের তুলনায় এই বছর গাঁজা বাগান ধ্বংসে পুলিশ সক্রিয় ভূমিকায় মাঠে নেমেছে। জানা গেছে উপর মহলের নির্দেশ অনুসারে এবছর সিপাহী জলা জেলার সব কয়টি থানার পুলিশ গাজা বাগান ধ্বংসের একেবারে আদা জল খেয়ে মাঠে নেমেছে। ঠিক একই ভাবে সোনামুড়া থানার পুলিশও চুপচাপ বসেনি। বৃহস্পতিবার সোনামুড়া থানার ওসি পরিতোষ দাসের নেতৃত্বে বিশাল সংখ্যক টি এস আর, পুলিশ এবং সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের নিয়ে কমলনগর আনন্দপুর এলাকায় খাস জমিতে অভিযান চালিয়ে ৭০ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয়। সকাল ১১ টা থেকে চলে এই অভিযান। সোনামুড়া থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন এই ধরনের অভিযান তাদের প্রতিনিয়তই জারি থাকবে।

বিস্তারিত খবর জানতে দেখুন www.youtube.com/@AN2BANGLA

Related posts

চৈত্রমোহন মুকমু ইংলিশ মিডিয়াম জে বি স্কুলের শিক্ষক-শিক্ষিকা উদাসীন।

an2banglanews

গরম জলে পড়ে মর্মান্তিক মৃত্যু এক শিশু।

an2banglanews

তিপ্রা মথা দলের তৃতীয় বার্ষিক প্রতিষ্ঠা দিবস (Tipramotha Foundation day)

an2banglanews

Leave a Comment